শিক্ষা Archives - fenirtimes.com https://fenirtimes.com/category/শিক্ষা/ সত্যের সাথে সবসময় Sun, 31 Mar 2024 04:54:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://fenirtimes.com/wp-content/uploads/2022/12/cropped-logo-2-32x32.png শিক্ষা Archives - fenirtimes.com https://fenirtimes.com/category/শিক্ষা/ 32 32 শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনর আজ জন্মদিন https://fenirtimes.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95/ https://fenirtimes.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95/#respond Sun, 31 Mar 2024 04:54:09 +0000 https://fenirtimes.com/?p=1339   জাহিদুল আলম রাজনঃ- সেদিন শীতের সকালে ছেলে ছোট্ট সুমন জাহিদকে গোসল করানোর জন্য শরীরে তেল মাখিয়ে দিচ্ছিলেন তিনি। চুলায় রান্না চড়ানো, দরজায় হাজির হলো ওরা। শাড়িটাও বদলাতে দেয়নি, ওই মুহূর্তে এই অবস্থাতেই যাওয়ার আগে ছেলে সুমনের মাথায় হাত বুলিয়ে মা শুধু এতোটুকু বলেছিলেন, ‘সুমন তুমি মামার সাথে খেয়ে নিও। আমি যাব আর চলে আসব।’ […]

The post শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনর আজ জন্মদিন appeared first on fenirtimes.com.

]]>
 

জাহিদুল আলম রাজনঃ-

সেদিন শীতের সকালে ছেলে ছোট্ট সুমন জাহিদকে গোসল করানোর জন্য শরীরে তেল মাখিয়ে দিচ্ছিলেন তিনি। চুলায় রান্না চড়ানো, দরজায় হাজির হলো ওরা। শাড়িটাও বদলাতে দেয়নি, ওই মুহূর্তে এই অবস্থাতেই যাওয়ার আগে ছেলে সুমনের মাথায় হাত বুলিয়ে মা শুধু এতোটুকু বলেছিলেন, ‘সুমন তুমি মামার সাথে খেয়ে নিও। আমি যাব আর চলে আসব।’ সেলিনা পারভীন আর ফেরেননি।
শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীন ছিলেন এক অনলবর্ষী সাহসী প্রাণ। জীবনযুদ্ধে বন্ধুর পথে বারবার হোঁচট খেয়ে পড়ে গিয়েও হার না মানা প্রতিজ্ঞায় আবার উঠে দাঁড়িয়ে পাড়ি দিয়েছেন সব বাধাবিঘ্ন জয় করেই। মানুষটা কখনো হাল ছাড়েননি। ১৯৩১ সালের ৩১ মার্চ ফেনীতে জন্মগ্রহণ করা সেলিনা পারভীনের ছোটবেলা থেকেই প্রতিভার স্ফুরণ ঘটেছিল নানাভাবে। ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময়েই তিনি গল্প ও কবিতা লিখতে শুরু করেন। কিন্তু গ্রামের পরিবেশে পরিবারের চাপে মাত্র ১৪ বছর বয়সেই তার বিয়ে হয়ে যায়। কৈশোরের ১০ বছরের সেই যন্ত্রণাদায়ক সংসারজীবনের ইতি টেনে আবার পড়াশোনা শুরু করেছিলেন তিনি। একপর্যায়ে চাকরি নেন ঢাবির রোকেয়া হলের হল পরিচালক হিসেবে। কর্তৃপক্ষের সঙ্গে দ্বিমত হওয়ায় পরের বছর চাকরি ছেড়ে যোগ দেন তখনকার জনপ্রিয় সাপ্তাহিক ললনা পত্রিকার বিভাগে।
ললনার পাশাপাশি তিনি সাপ্তাহিক বেগমেও কাজ করতেন। অনেক সময় বেতন বলতে তেমন কিছুই পেতেন না তিনি। কিন্তু ললনার বিভাগে সংগ্রহের জন্য যোগাযোগ তৈরি, টাকা-পয়সা সংগ্রহ করার জটিল কাজটা নিরবিচ্ছিন্নভাবে করে গেছেন তিনি। এর পাশাপাশি দৈনিক ইত্তেফাক, দৈনিক পূর্বদেশ, দৈনিক পাকিস্তান ইত্যাদি অনেকগুলো পত্রিকাতেই নিয়মিত লিখতেন। এভাবেই সংবাদ সংগ্রহ ও লেখালেখি পেশার সাথে নিবিড়ভাবে জড়িত থাকার ফলে একটা সময়ে নিজের একটা পত্রিকার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। তারই ফলশ্রুতিতে ১৯৬৯ সালে বন্ধু ও শুভানুধ্যায়ীদের সাহায্যে জন্ম দেন তৎকালীন অন্যতম সাড়া জাগানো পত্রিকা ‘শিলালিপি’র।
শুধু পত্রিকা বের করেই ক্ষান্ত হননি সেলিনা— একইসাথে প্রকাশক ও সম্পাদকের কঠিন দায়িত্ব একহাতে সামলিয়ে সন্তান জাহিদকে নিয়ে যোগ দিয়েছিলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানে। প্রায়ই তাকে দেখা যেত পল্টনের জনসভা আর শহীদ মিনার থেকে বের হওয়া নারীদের মিছিলের অগ্রভাগে। বাঙালিদের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সমর্থক সেলিনা পারভীনের শিলালিপি পত্রিকায় তখন বাঙালি বুদ্ধিজীবী, লেখক, শিক্ষক, সাহিত্যিক সবাই লিখতেন। ফলে তাদের সাথে পরিচয়ের সূত্র ধরে স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতিপর্বে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন সেলিনা পারভীন। আর তার শিলালিপি পরিণত হয়েছিল বাঙালি স্বাধীনতার পক্ষের অন্যতম মুখপাত্রে।
কিন্তু এর ফলেই তিনি চোখে পড়ে গিয়েছিলেন রাজাকার আলবদরদের। শিলালিপি ছিল তার সন্তানের মতো। একাত্তরে যখন পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় তাণ্ডব শুরু হলো, তখন তার সন্তানসম এই শিলালিপিকেই তিনি পরিণত করলেন এক অনবদ্য অস্ত্রে। পাকিস্তানিদের নিষেধাজ্ঞা আর নানাবিধ হুমকিধমকিতে ললনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো, সেলিনা তারপরেও দমলেন না। তার বাসাটা পরিণত হলো মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল এবং রসদ প্রাপ্তির নির্ভরযোগ্য জায়গায়। প্রায়ই গভীর রাতে স্থানীয় মুক্তিযোদ্ধারা তার বাসায় আসতেন, খাওয়া-দাওয়া করে বিশ্রাম নিয়ে যাওয়ার আগে সেলিনা পারভীন তাদের নানাভাবে নানা জায়গা থেকে সংগ্রহ করা ঔষধ, কাপড় আর নগদ অর্থ দিয়ে দিতেন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য। শিলালিপির বিক্রয়লব্ধ যা কিছু অর্থ আসতো— প্রায় সবটাই তিনি ব্যয় করতেন মুক্তিযোদ্ধাদের জন্য। ফলে একটা সময়ে তিনি আলবদরদের শ্যেনদৃষ্টিতে পড়ে যান। তাকে আলাদাভাবে টার্গেট করে রাজাকারেরা। মায়ের সেই অসম যুদ্ধ নিয়ে সাক্ষাৎকারে বিস্তারিত বলেছিলেন সেলিনা পারভীনের সন্তান সুমন জাহিদ। তার জবানীতে শোনা যাক সেইদিনগুলোর কথা— “আপনি চিন্তা করেন ওই সময়ে একজন মহিলা একটি পত্রিকায় কাজ করছেন। একজন সিঙ্গেল ওম্যান হয়ে পত্রিকা চালাচ্ছেন আবার সংসারও দেখছেন। আমাকে লালন পালন করছেন। দুই দু’টি পত্রিকার জন্য সংগ্রহ করা, লেখা সংগ্রহ করা খুবই কঠিন কাজ ছিল। আমি দেখতাম, অনেক সময় মা আমাকে বাসায় রেখে নিজে যেতেন। কোনো কোনো সময় রিকশা বা বাসে না গিয়ে হেঁটে চলে যেতেন। উনি ওনার পত্রিকা ‘শিলালিপি’র বিক্রয়লব্ধ অর্থ দিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন। আমার মনে আছে আমাকে নিয়ে মা একদিন ওষুধ কিনতে গেলেন দুই তিন দোকানে। প্রথমে বাংলামটর, তখন ওটা পাকমটর ছিল। এরপর মিটফোর্ড হাসপাতাল। তারপর ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে। বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে ওষুধ কিনে আনলেন। পরে রাতে এগুলো স্থানীয় মুক্তিযোদ্ধাদের দেন। এছাড়া আহত এক মুক্তিযোদ্ধা আমাদের বাসায় আসেন, তাকে মা সেবা দিয়ে সুস্থ করে তোলেন। এরকম কিছু ছোট ছোট কাজ, যেগুলো স্বাধীনতা বিরোধিদের জন্য খুবই খারাপ দৃষ্টিতে ছিল। আরও একটা বিষয় আপনারা জানেন যে— স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় সব পত্রিকা বন্ধ হয়ে গেছে। ইত্তেফাক, সংবাদ জ্বালিয়ে দিয়েছে। মায়ের ‘শিলালিপি’ও বন্ধ হয়ে গেছে। মা তখন পত্রিকাটা পুনঃপ্রকাশের জন্য রাও ফরমানের কাছে যান। সেখানে যাওয়ায় উনি ওদের তালিকাভুক্ত হয়ে যান। ব্ল্যাকলিস্টেড যাকে বলে।”
রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার ১১৫, নিউ সার্কুলার রোড। এ বাড়ি থেকেই ১৩ ডিসেম্বর ১৯৭১ সালে শহীদ সাংবাদিক সেলিনা পারভিনকে আল বদর বাহিনীর জল্লাদরা তুলে নিয়ে যায়/ ছবি কৃতজ্ঞতা: গেরিলা ৭১
যখন সেলিনা পারভীন বুঝতে পারলেন তিনি ওদের নজরে পড়ে গেছেন, তখন তিনি কৌশলের আশ্রয় নিলেন। প্রতি তিন মাস পর পর প্রকাশিত হতো শিলালিপি। প্রচ্ছদশিল্পী হাশেম খানের তৈরি করা প্রচ্ছদে প্রকাশিতব্য শিলালিপির একটা সংখ্যা নিষিদ্ধ হয়ে যাওয়ার পরেই তিনি বুঝলেন কৌশলের আশ্রয় নিতে হবে। পরে সংখ্যাটি প্রকাশের অনুমতি পাকিস্তানি সরকার দিল বটে, কিন্তু শর্ত হচ্ছে সবকিছু বদলে নতুন করে সাজাতে হবে।
তাই সেলিনা আগস্ট-সেপ্টেম্বরে শিলালিপির যে সংখ্যাটি বের করলেন, সেটায় নিয়মিত প্রচ্ছদ না দিয়ে তার ভাইয়ের ছেলেদের ছবি দিয়ে প্রচ্ছদ সাজানো হলো। যেন পাকিস্তানিরা সন্দেহ না করে। কিন্তু তার আগে যে সংখ্যাটা প্রকাশিত হয়েছিল, সেটার জন্য বহু আগেই সেলিনা পারভীন পাকিস্তানি ও আলবদরদের নজরে পড়ে গিয়েছিলেন। কারণ সেই সংখ্যাটায় ছিল দেশবরেণ্য বুদ্ধিজীবীদের বাঙালিদের স্বাধিকার ও স্বাধীনতার পক্ষের লেখা। মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সাহায্য দেওয়াসহ তার নানাবিধ কর্মকাণ্ড এমনিতেই যথেষ্ট ছিল— তার উপর ওই সংখ্যাটিতে প্রকাশিত বারুদে লেখাগুলো সেলিনাকে পরিণত করেছিল পাকিস্তানিদের টার্গেটে। তাই আরেকটি সংখ্যা বের হওয়ার আগেই ১৩ ডিসেম্বর চিরতরে হারিয়ে গেলেন সেলিনা।
সিদ্ধেশ্বরীর ১১৫ নং নিউ সার্কুলার রোডের বাড়িতে সেলিনা পারভীন তার সন্তান সুমন জাহিদ ও ভাই উজিরকে নিয়ে বাস করতেন। দেশ স্বাধীন হওয়ার মাত্র ৩ দিন আগে ডিসেম্বরের ১৩ তারিখে ছাদে সেলিনা পারভীন লিখছিলেন। লেখার মাঝেই উঠে গিয়ে ছাদে খেলতে থাকা ছেলে সুমনকে ডেকে তেল মাখিয়ে দিচ্ছিলেন। তখনই সুমনদের বাড়ির উল্টো দিকে খান আতার বাড়ির সামনে ইপিআরটিসি-এর ফিয়াট মাইক্রোবাস ও লরি থামলো। গাড়ি থেকে নামলো একই রঙের পোশাক পরা ও কালো কাপড়ে মুখ ঢাকা কিছু আলবদর কর্মী। তারা বাসার ভেতরে ঢুকলো, সিঁড়ি বেয়ে উঠে এসে একসময় সেলিনাদের ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ল। সেলিনা দরজা খুলে দিলে তারা বেশ খানিকক্ষণ সেলিনার সাথে কথা বলে নিশ্চিত হলো ইনিই সাংবাদিক সেলিনা পারভীন। এরপর তারা আর সেলিনাকে কোনো সময় দিল না, তৎক্ষণাৎ সেলিনাকে তারা ধরে নিয়ে গেল। সেলিনা পারভীন আর কখনো ফেরেননি।
সেদিনের পর মা সেলিনা পারভীনের সঙ্গে আসলে কী হয়েছিল, কিভাবে তাকে মেরে ফেলা হলো— সেটা জানতে দীর্ঘ ৩৫ বছর সময় লেগেছে ছেলে সুমন জাহিদের। এক সাক্ষাৎকারে তিনি অবশেষে জানিয়েছিলেন সেই রোমহর্ষক ঘটনাবলি। একজন মুক্তিযোদ্ধাও ছিলেন সেলিনা পারভীনের সঙ্গে। তার নাম ছিল দেলোয়ার হোসেন। দেলোয়ার— সুমন জাহিদের কাছে সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সেলিনার জন্যই তিনি (দেলোয়ার) বেঁচে যান, তাকে মেরে ফেলার সময় পেছন থেকে হাত ছুটিয়ে চোখ খুলে সেই মুক্তিযোদ্ধা দৌড়ে পালিয়ে যেতে পেরেছিলেন। সেই প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধাই জাহিদকে জানিয়েছিলেন, সেলিনা পারভীনকে আরও অনেক বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে ধরে নিয়ে গিয়ে মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারের টর্চার সেলে রাখা হয়েছিল। সেখানে তাদের খেতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি এবং প্রাকৃতিক কাজ সারারও কোনো সুযোগ দেওয়া হয়নি। অবর্ণনীয় ও পৈশাচিক অত্যাচারের একপর্যায়ে আলবদর কর্মীরা ঠাণ্ডা মাথায় যে বুদ্ধিজীবীরা লেখালেখি করতেন, তাদের আঙ্গুল কেটে ফেলে, চোখের ডাক্তার হলে চোখ তুলে ফেলে, হার্টের ডাক্তার হলে বুকের পাঁজর ভেঙে কলিজা বের করে আনে, হার্ট উপড়ে ফেলে। এই অত্যাচারগুলো নিজের চোখে দেখেছেন মুক্তিযোদ্ধা দেলোয়ার।
রায়ের বাজার বধ্যভূমিতে শেষ সময়ে যখন সেলিনা পারভীনকে দাঁড় করানো হয়, উনি টের পেলেন তাকে মেরে ফেলা হবে। বাকি পৃথিবীর সবকিছু তখন তুচ্ছ হয়ে গেল স্রেফ মাতৃহৃদয়ের সামনে। ছেলেকে আরেকবার দেখতে পাওয়া, তাকে জড়িয়ে ধরে আদর করতে পারার সুযোগের জন্য আকুল হয়ে উঠলেন মা সেলিনা পারভীন। মুক্তিযোদ্ধা দেলোয়ার সুমন জাহিদের কাছে তার স্মৃতিচারণে বলছিলেন, সেলিনা তখন শুধু তার সন্তানের কাছে আরেকবার ফেরার জন্য ওদের অনুরোধ করেছিলেন যেন তাকে ছেড়ে দেওয়া হয়। ঘরে তার ৮ বছরের বয়সের একটা বাচ্চা আছে, তার জন্য হলেও যেন তাকে মুক্তি দেওয়া হয়। সেলিনা জানতেন— এই অনুরোধ নিরর্থক, তবুও যদি অলৌকিক কোনো ঘটনা ঘটে, যদি কোনভাবে বেঁচে যান, আরেকটিবার তার সুমনকে দেখার সুযোগ যদি পান, আদর করার সুযোগ যদি পান। জবাবে সেলিনার মুখ বরাবর বেয়নেট চার্জ করেছিল নরপিশাচ আলবদরেরা। চিৎকার করতে করতে যখন সেলিনা পারভীন পড়ে গেলেন, পরের বেয়নেটগুলো চার্জ হলো সেলিনার বুক বরাবর। একের পর এক বেয়নেট চার্জে আলবদরেরা ক্ষতবিক্ষত করে ফেলে অসমসাহসী সাংবাদিক সেলিনা পারভীনকে। শেষ পর্যন্ত টানা গুলি করে তাকে হত্যা করা হয়। সেলিনা পারভীনের গুলিবিদ্ধ ও ক্ষতবিক্ষত মরদেহটি পাওয়া গিয়েছিল ১৮ ডিসেম্বর। খুব শীতকাতুরে ছিলেন সেলিনা, তার পায়ে তখনও পরা ছিল সাদা মোজা। সেটা দেখেই শনাক্ত করা হয়েছিল তাকে।
রায়েরবাজার বধ্যভূমিতে আলবদর নরপিশাচদের পৈশাচিক অত্যাচারে নিহত শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের মরদেহ। ১৮ ডিসেম্বর, ১৯৭১লেখাটি শেষ করবো একটি প্রতিবেদনের অংশবিশেষ দিয়ে। রায়ের বাজার বধ্যভূমিতে নিখোঁজ বুদ্ধিজীবীদের সন্ধানে গিয়ে দেখা চাক্ষুষ অভিজ্ঞতা। ১৯৭২ সালের ২ জানুয়ারি ভাষা সৈনিক অধ্যাপিকা হামিদা রহমানের দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত “কাটাসুরের বধ্যভূমি” শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করেছিলেন। কী অকল্পনীয় দৃশ্য দেখেছিলেন তিনি, তার কিছু অংশ জেনে নেওয়া যাক—
“কার্ডিওলজিস্ট ডা. ফজলে রাব্বীর লাশটা তখনও তাজা, জল্লাদবাহিনী বুকের ভেতর থেকে কলিজাটা তুলে নিয়েছে। তারা জানত যে, তিনি চিকিৎসক ছিলেন। তাই তার হৃদপিণ্ডটা ছিঁড়ে ফেলেছে। চোখ বাঁধা অবস্থায় কাত হয়ে দেহটা পড়ে আছে। পার থেকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। রাব্বী সাহেবের পা দুখানা তখনও জ্বলজ্বল করে তাজা মানুষের সাক্ষ্য দিচ্ছে। নাক, মুখ কিছুই অক্ষত ছিল না। দস্যু হায়েনার নখের আঘাতে ক্ষত-বিক্ষত…।সামনে চেয়ে দেখি, নিচু জলাভূমির ভিতর এক ভয়াবহ বীভৎস দৃশ্য। চক্ষু বিশেষজ্ঞ ডা. আবদুল আলীম চৌধুরীর চোখ দুটো উপড়ানো, শূন্য কোটরে জমে আছে চাপ চাপ কালচে রক্ত। নিষ্প্রাণ পড়ে আছে দেহটা। সেখানে এক নয়, দুই নয়— একেবারে বারো/তেরোজন সুস্থ সবল মানুষ। একের পর এক শুয়ে আছে, প্রত্যেকের দেহটা মোরব্বার মতো কেঁচে ফেলা হয়েছে বেয়নেট দিয়ে…। এরপর আরও একটু এগিয়ে যেতেই সামনে বড় বড় দুটো মস্ত মানুষ, নাক কাটা, কান কাটা, মুখের কাছ থেকে কে যেন খামচিয়ে মাংস তুলে নিয়েছে হাত-পা বাঁধা…। আর একটু এগিয়ে যেতেই বাম হাতের যে মাটির ঢিবিটা ছিল তারই পাদদেশে একটি মেয়ের লাশ। মেয়েটির চোখ বাঁধা। মুখ ও নাকের কোনো আকৃতি নেই— কে যেন অস্ত্র দিয়ে তা কেটে খামচিয়ে তুলে নিয়েছে। স্তনের একটি অংশ কাটা.. মেয়েটি সেলিনা পারভীন, সাংবাদিক, শিলালিপির এডিটর।

তথ্যসূত্রঃ- উইকিপিডিয়া সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যম থেকে

 

 

The post শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনর আজ জন্মদিন appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95/feed/ 0
ফেনী সরকারি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কলেজ ছাত্রলীগ https://fenirtimes.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9a/ https://fenirtimes.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9a/#respond Thu, 21 Mar 2024 14:19:43 +0000 https://fenirtimes.com/?p=1330 ফেনী কলেজ ক্যাম্পাস প্রতিনিধিঃ- বিভিন্ন কলেজ থেকে আসা ফেনী সরকারি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করছে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার (২১ মার্চ ) সকালে কলেজে অর্থনীতি বিভাগের ভর্তি কেন্দ্রের সামনে টেবিল বসিয়ে তারা শিক্ষার্থীদের তথ্য সহায়তা দেন। এছাড়া, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলম উপহার দিয়ে স্বাগত জানান। এছাড়া শিক্ষার্থীদের বই, ব্যাগ, মোবাইল, ঘড়ি রাখার ব্যবস্থা […]

The post ফেনী সরকারি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কলেজ ছাত্রলীগ appeared first on fenirtimes.com.

]]>

ফেনী কলেজ ক্যাম্পাস প্রতিনিধিঃ-

বিভিন্ন কলেজ থেকে আসা ফেনী সরকারি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করছে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২১ মার্চ ) সকালে কলেজে অর্থনীতি বিভাগের ভর্তি কেন্দ্রের সামনে টেবিল বসিয়ে তারা শিক্ষার্থীদের তথ্য সহায়তা দেন। এছাড়া, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলম উপহার দিয়ে স্বাগত জানান। এছাড়া শিক্ষার্থীদের বই, ব্যাগ, মোবাইল, ঘড়ি রাখার ব্যবস্থা করেন তারা।
এ বিষয়ে অর্থনীতি বিভাগ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইসমাইল মাসুদ ফেনীর টাইমস.কম কে বলেন, ভর্তিচ্ছুদের অনেকেই প্রথমবারের মত ক্যাম্পাসে এসেছেন। তারা যাতে সুন্দর ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে ছাত্রলীগ কাজ করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ ভূইয়া , সহ-সভাপতি সিয়াম , শুভ , আজিজুল হক পাটোয়ারীসহ প্রমুখ

The post ফেনী সরকারি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কলেজ ছাত্রলীগ appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9a/feed/ 0
ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ https://fenirtimes.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80/ https://fenirtimes.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80/#respond Sun, 17 Mar 2024 16:30:12 +0000 https://fenirtimes.com/?p=1316 জাহিদুল আলম রাজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ অর্থনীতি বিভাগ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় পথচারী রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ ভূইয়া, অর্থনীতি বিভাগ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইসমাইল মাসুদ , […]

The post ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ appeared first on fenirtimes.com.

]]>

জাহিদুল আলম রাজন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ অর্থনীতি বিভাগ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় পথচারী রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ ভূইয়া, অর্থনীতি বিভাগ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইসমাইল মাসুদ , আজিজুল ইসলাম পাটোয়ারী , মোহাইমিনুল ইসলাম সানিমসহ প্রমুখ।
এ সময় প্রায় শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

The post ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80/feed/ 0
নোবিপ্রবিতে পরীক্ষার হলে বিশৃঙ্খলা: শিক্ষক সমিতির প্রতিবাদ https://fenirtimes.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/ https://fenirtimes.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/#respond Thu, 14 Mar 2024 15:43:01 +0000 https://fenirtimes.com/?p=1303 নোবিপ্রবি প্রতিনিধিঃ- মোঃ মহসিন আবেদিন পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থী কাজে বাঁধা দেওয়ায় শিক্ষার্থী কর্তৃক হল পর্যবেক্ষক শিক্ষকদের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৪ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি ড. বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম সেলিম সংবাদ সম্মেলনে এক যৌথ বিবৃতিতে এ […]

The post নোবিপ্রবিতে পরীক্ষার হলে বিশৃঙ্খলা: শিক্ষক সমিতির প্রতিবাদ appeared first on fenirtimes.com.

]]>

নোবিপ্রবি প্রতিনিধিঃ- মোঃ মহসিন আবেদিন

পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থী কাজে বাঁধা দেওয়ায় শিক্ষার্থী কর্তৃক হল পর্যবেক্ষক শিক্ষকদের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি ড. বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম সেলিম সংবাদ সম্মেলনে এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, গত বুধবার (১৩ মার্চ) তারিখের পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জনৈক ছাত্রনেতার শৃঙ্খলা পরিপন্থী কাজে বাঁধা দেওয়ায় ঐ শিক্ষার্থী হল পর্যবেক্ষক শিক্ষকদের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। পরীক্ষার সময় শেষ হওয়ার পর, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কতিপয় ছাত্রনেতা হল-পর্যবেক্ষক একজন শিক্ষককে রুমে অবরুদ্ধ করে রাখে। পরবর্তী সময়ে, ঐ শিক্ষক, পরিচালক (ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগ), প্রক্টর (ভারপ্রাপ্ত) এবং উপস্থিত অন্যান্য শিক্ষকদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে কথা বলতে থাকে, যা কোনভাবেই কাম্য নয়।

বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ আরো বলেন, বেশ কিছুদিন ধরে ছাত্রলীগের পদধারী কতিপয় উচ্ছৃঙ্খল শিক্ষার্থী পরীক্ষার হলসমূহে নিয়মবহির্ভূত হস্তক্ষেপ করছে এবং কর্তব্যরত শিক্ষকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছে।

প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক সমিতি বদ্ধ পরিকর। কিন্তু মুষ্ঠিমেয় শিক্ষার্থীদের এরূপ অছাত্রসুলভ আচরণের কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং পরীক্ষার হলসমূহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এরূপ কার্যক্রম বন্ধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

পাশাপাশি উক্ত ঘটনার প্রেক্ষিতে আগামী ৩ কার্যদিবসের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিতে হবে। অন্যথায় শিক্ষক সমিতি কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, শিক্ষককে রুমে অবরুদ্ধ করার ঘটনা ঘটেনি। বিপ্লব মল্লিক স্যার নিজেই দায়িত্বরত ম্যাডামকে স্যারের রুমে নিয়ে বসিয়ে আমাদের সাথে কথা বলতে এসেছিলেন। যার বিরুদ্ধে অভিযোগ তার ফোন ও অফ ছিলো কিন্তু দায়িত্বরত ম্যাডামের ফোন এবং ল্যাপটপ দুটোই চালু ছিল। আমার প্রশ্ন হচ্ছে শিক্ষকরা পরীক্ষার হলে ইলেক্ট্রনিক ডিভাইস ইউজ করতে পারবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন কি বলে? আমি দোষীদের পক্ষ নিচ্ছি না। শিক্ষার্থী যদি দোষী হয় তাহলে এ ক্ষেত্রে ম্যাডাম ও দোষী। শাস্তি ২ জনেরই হওয়া উচিত। নকল করলে তাকে শাস্তি দিবে এটাতে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু বিনা অপরাধে কাউকে দোষী সাভ্যস্ত করার তো দরকার নেই।

The post নোবিপ্রবিতে পরীক্ষার হলে বিশৃঙ্খলা: শিক্ষক সমিতির প্রতিবাদ appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
ভাঙা রাস্তায় দূর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস। https://fenirtimes.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/ https://fenirtimes.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/#respond Sun, 28 Jan 2024 07:36:09 +0000 https://fenirtimes.com/?p=1281   মোঃ মহসিন আবেদিন (নোবি প্রতিনিধি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি লাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়েছে। রবিবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসি নয়নতারা বাসাটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে সোনাপুর এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ […]

The post ভাঙা রাস্তায় দূর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস। appeared first on fenirtimes.com.

]]>

 

মোঃ মহসিন আবেদিন (নোবি প্রতিনিধি)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি লাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসি নয়নতারা বাসাটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে সোনাপুর এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ রাস্তার বাহিরে চলে যায়।এসময় বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন।এ ছাড়া ভয়ে অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।

গাড়িতে থাকা নোবিপ্রবি শিক্ষার্থী শহীদুর রহমান বলেন, আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে রাস্তার বাহিরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে যাই। গাড়িটি পুরোপুরি পানিতে পড়তে পারেনি।’

এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড.আনিসুজ্জামান বলেন,বিষয়টি দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ আল্লাহর কাছে শুকরিয়া আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে।আমরা লোক পাঠিয়েছি সার্বিক দিক বিবেচনায় আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।

এ বিষয়ে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন,এখানে ড্রাইভারের ভুল ছিলো সে অন্য গাড়ীকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাহিরে নামিয়ে দিয়েছে।ড্রাইভারকে শোকজ করা হবে এবং পরবর্তীতে তার অপরাধ প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ দিদার-উল-আলম বলেন বিষয়টি পর্যালোচনা করে বিআরটিসি বাসের বিষয়ে আমরা অতিদ্রুত একটি সিদ্ধান্ত নিবো এবং রাস্তাটি সংস্কার করতে আমরা কতৃপক্ষকে অবহিত করবো।

The post ভাঙা রাস্তায় দূর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস। appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী আয়োজনে এতিম ছাত্রদের খাবার হাফেজদের সম্মাননা প্রদান। https://fenirtimes.com/%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-2/ https://fenirtimes.com/%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-2/#respond Fri, 05 Jan 2024 08:02:56 +0000 https://fenirtimes.com/?p=1263 জাহিদুল আলম রাজন- ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী পরিবারে পক্ষ থেকে এতিম সাথে রাতে এক বেলা খাওয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (০৩ জানুয়ারি) বিরিঞ্চি হাঙ্কার তাহফিজুল কোরআন মাদ্রাসায় ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী সদস্যদের নিজ উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় ৫ জন নব্য কোরআনের হাফেজ কে ম্মাননা প্রদান ও এতিম ছাত্রদের সাথে রাতে এক বেলা […]

The post ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী আয়োজনে এতিম ছাত্রদের খাবার হাফেজদের সম্মাননা প্রদান। appeared first on fenirtimes.com.

]]>

জাহিদুল আলম রাজন-

ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী পরিবারে পক্ষ থেকে এতিম সাথে রাতে এক বেলা খাওয়ার আয়োজন করা হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি) বিরিঞ্চি হাঙ্কার তাহফিজুল কোরআন মাদ্রাসায় ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী সদস্যদের নিজ উদ্যোগে এই আয়োজন করা হয়।
এ সময় ৫ জন নব্য কোরআনের হাফেজ কে ম্মাননা প্রদান ও এতিম ছাত্রদের সাথে রাতে এক বেলা খাবার আয়োজন করে টিমের সদস্যরা।
এই সময় প্রোগ্রাম বাস্তবায়নে উপস্থিত ছিলেন শো রুমের ডিলার মো:দেলোয়ার হোসেন, এসিআই মোটরস এর টেরিটোরি অফিসার ফয়সাল ওহাব, ইয়ামাহা রাইডার্স ফেনীর মডারেটর ইকবাল হোসেন, ইয়ামাহা রাইডার্স ফেনীর মডারেটর ইকবাল হোসেন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাফাতুল আলম পিকলু , ডা: সাকিবুল ইসলাম,ইমরান,এ কে তারেক, ফরিদ, রাসেল, হৃদয়, নাঈম, নজরুল, মহি উদ্দিন, সাহিন, জিয়াউল হক প্রমুখ।
উল্লেখ্য, ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ, ডেঙ্গু প্রতিরোধ,কোভিড-১৯ সময় মাস্ক ও অসহায় মানুষকে অক্সিজেন বিতরণ ও নিরাপদ সড়ক দিবসেরসহ পাশাপাশি মানুষদের সচেতনমুলক ও সামাজিক নানান রকমের কর্মকাণ্ড করে থাকে সংগঠনটি সদস্যরা।
আগামীতেও এই ধরনের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটি সদস্যবৃন্দরা।

The post ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী আয়োজনে এতিম ছাত্রদের খাবার হাফেজদের সম্মাননা প্রদান। appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-2/feed/ 0
সোনাগাজী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হলেন প্যানেল চেয়ারম্যান টিপু https://fenirtimes.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/ https://fenirtimes.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Wed, 01 Nov 2023 14:50:56 +0000 https://fenirtimes.com/?p=1175   সোনাগাজী প্রতিনিধিঃ- জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সোনাগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, চেক প্রদান ও পুরস্কার বিতরণ বুধবার সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দীন মাহমুদ লিপটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি […]

The post সোনাগাজী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হলেন প্যানেল চেয়ারম্যান টিপু appeared first on fenirtimes.com.

]]>
 

সোনাগাজী প্রতিনিধিঃ-

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সোনাগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, চেক প্রদান ও পুরস্কার বিতরণ বুধবার সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দীন মাহমুদ লিপটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি।

সোনাগাজী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হয়ে ক্রেস্ট ও সনদ পেয়েছেন বগাদানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, কুঠির হাট জোড়তালি ক্রীড়া যুব ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি জিয়াউল হক টিপু। তাকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত করে সম্মানিত করায় সোনাগাজী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

The post সোনাগাজী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হলেন প্যানেল চেয়ারম্যান টিপু appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0
নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা। https://fenirtimes.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87/ https://fenirtimes.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87/#respond Sat, 14 Oct 2023 12:21:22 +0000 http://fenirtimes.com/?p=1144 নোবিপ্রবি থেকে মোঃ মহসিন আবেদিনঃ- দীর্ঘ ১ বছর ১০ মাস পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবিবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কমিটির সভাপতি হয়েছেন ইনফরমেশন এন্ড কমিনিউকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী […]

The post নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা। appeared first on fenirtimes.com.

]]>

নোবিপ্রবি থেকে মোঃ মহসিন আবেদিনঃ-

দীর্ঘ ১ বছর ১০ মাস পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবিবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কমিটির সভাপতি হয়েছেন ইনফরমেশন এন্ড কমিনিউকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমান (নাঈম রহমান) ও সাধারণ সম্পাদক হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান শুভ।এ ছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সহ:সভাপতি- মাকছুদুল কাদের (সোহান),মোহাইমিনুল ইসলাম নুহাশ,নাজমুল ইসলাম (দুর্জয়),আব্দুল্লাহ আল মাসুদ (তানিম),মাফিন শিকদার,রেদোয়ান হোসেন,সাফি সারওয়ার,শাহ আফজাল খান তপু,
যুগ্ম সাধারণ সম্পাদক- নজরুল ইসলাম নাইম,আক্তারুজ্জামান জিসান,জহিরুল ইসলাম জাহিদ,আফরান ইয়ামিন খান, এবং সাংগঠনিক সম্পাদক-আব্দুল্লাহ আল নোমান, মিফতাউল হাসান সাব্বির,ইশরাত জাহান শিলা,মিরাজ মাহতাব,মোঃ সাইফুল ইসলাম,আরাফাতুল ইসলাম আশিক।

কমিটি ঘোষণার পর ক্যাম্পাস জুড়ে আনন্দ মিছিল করেছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক এর অনুসারীরা। উল্লেখ্য, এর আগে কমিটি গঠনের লক্ষ্যে গত ৩ অক্টোবর নোবিপ্রবি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

The post নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা। appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87/feed/ 0
নোবিপ্রবি সাংবাদিক সমিতির ১’দশকে পদার্পন https://fenirtimes.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-2/ https://fenirtimes.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-2/#respond Thu, 12 Oct 2023 11:52:51 +0000 http://fenirtimes.com/?p=1134 মোঃ মহসিন আবেদিন, নোবিপ্রবি প্রতিনিধি: সদা সত্য সংবাদে, সাহস শীর্ষ সংঘাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে পথচলার ৯ম বছর পেরিয়ে ১০ ম বর্ষে পদার্পণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। বুধবার (১১ অক্টোবর) জাঁকজমক আয়োজনে সংগঠনটি দিবস উদযাপন করে। ১১ ই অক্টোবর ( বুধবার) সকাল ১০ টা ৩০ মিনিটে নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে জাঁকজমক আয়েজনে […]

The post নোবিপ্রবি সাংবাদিক সমিতির ১’দশকে পদার্পন appeared first on fenirtimes.com.

]]>

মোঃ মহসিন আবেদিন, নোবিপ্রবি প্রতিনিধি:

সদা সত্য সংবাদে, সাহস শীর্ষ সংঘাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে পথচলার ৯ম বছর পেরিয়ে ১০ ম বর্ষে পদার্পণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। বুধবার (১১ অক্টোবর) জাঁকজমক আয়োজনে সংগঠনটি দিবস উদযাপন করে।

১১ ই অক্টোবর ( বুধবার) সকাল ১০ টা ৩০ মিনিটে নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে জাঁকজমক আয়েজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। এসময়ে প্রধান অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার -উল -আলম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার -উল -আলম ১০ ম বর্ষে পদার্পণের জন্য নোবিপ্রবি সাংবাদিক সমিতিকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় চর্চায় নোবিপ্রবি সাংবাদিক সমিতিকে ভবিষ্যতে আরো এগিয়ে আসার জন্য আহ্বান করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির প্রো- ভিসি অধ্যাপক ড. আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক আনিসুজ্জামান রিমন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল কবীর ফারহান, সাধারণ সম্পাদক এস আহমেদ ফাহিম সহ নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের অর্জন ও সফলতা ছড়িয়ে দেয় এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

The post নোবিপ্রবি সাংবাদিক সমিতির ১’দশকে পদার্পন appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-2/feed/ 0
উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত https://fenirtimes.com/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/ https://fenirtimes.com/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/#respond Tue, 03 Oct 2023 15:59:59 +0000 http://fenirtimes.com/?p=1102 নোবিপ্রবি প্রতিনিধি উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩ অক্টোবর) বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। দ্রুত সময়ের মধ্যে নোবিপ্রবি ছাত্রলীগের কমিটি প্রদান করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেলের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ […]

The post উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত appeared first on fenirtimes.com.

]]>

নোবিপ্রবি প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩ অক্টোবর) বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। দ্রুত সময়ের মধ্যে নোবিপ্রবি ছাত্রলীগের কমিটি প্রদান করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেলের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় শাখা ছাত্রলীগের কর্মীসভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আরেক সহ-সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মেদ সাজু, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাদিত সাদমান রাহাত, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আল মামুন, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার সাইমুন, উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম।

জানা যায়,অতীতের ন্যায় এবারো শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থীদের মধ্যে পাঁচ জনের নাম জোর সোর ভাবে শোনা যাচ্ছে । তালিকায় আছেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাঈম রহমান,ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম নুহাশ,ইনভায়রনমেন্ট সায়েন্স এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান শুভ,ইকোনমিক্স বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম নাঈম এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান জিসান।এদের থেকেই আগামীর নেতৃত্ব আসতে পারে বলে নিশ্চিত করেছে সূত্র।

কর্মীসভায় যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন তার বক্তব্যে বলেন,বর্তমানে জননেত্রী শেখ হাসিনা সাহসী নেতৃত্বে বাংলাদেশে এখন তথ্য প্রযুক্তি খাতে অভূতপূর্ব উন্নয়ন করতে পেরেছেন। আগামী চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ তৈরিতে বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে আইটি সেন্টার, ডিজিটাল সেন্টার তৈরি করেছেন। শিক্ষাখাতে বর্তমানে সরকারের অবদানকে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন,আগামী দিনে স্মার্ট নোবিপ্রবি ও নোয়াখালী তৈরি করতে নোবিপ্রবি ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হতে হবে। নোবিপ্রবি ছাত্রলীগের নতুন নেতৃত্বের অধীনে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সকলকে কাজ করে যেতে হবে। কোন সাংগঠনিক বিশৃঙ্খলা নয় বরং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সহ সভাপতি রাজিয়া সুলতানা কথা বলেন,নোবিপ্রবি ছাত্রলীগকে আরো বেশি সুশৃঙ্খলতার মাধ্যমে ভবিষ্যতে কাজ করতে হবে। শাখা ছাত্রলীগে নারী নেতৃত্বেকে উঠে আসতে হবে।পদপ্রত্যাশীদের তালিকায় নারী নেতৃত্বে না থাকায় আমি হতাশ। আশা করি ভবিষ্যতে নারী নেতৃত্বেও পদপ্রত্যাশী তালিকায় উঠে আসবে।নতুন নেতৃত্বের অধীনে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে গ্রুপিং কালচার থেকে বিরত থাকতে হবে নোবিপ্রবি ছাত্রলীগ কর্মীদের।

কর্মীসভার সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেল বলেন,যুদ্ধ বিধস্ত বাংলাদেশকে গড়ে তুলতে স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম আজও চিরস্মরণীয়। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আপনাদের বিশ্ববিদ্যালয়ের মতো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক উসকানিকে মোকাবিলা করার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে সকল প্রকারের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে নোবিপ্রবি ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করতে হবে।

The post উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত appeared first on fenirtimes.com.

]]>
https://fenirtimes.com/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0