ফেনীতে ২ টি হনুমান ও ১৬টি কাছিমসহ আটক এক জন

author
0 minutes, 0 seconds Read

নিজস্ব প্রতিবেদকঃ-

ফেনীতে দুটি মুখপোড়া হনুমান ও ১৬টি কাছিমসহ আহাদুজ্জামান রাজু (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ। আহাদুজ্জামান রাজু খুলনার কোতোয়ালি থানার মো. আবদুল হালিমের ছেলে।

শনিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-মহাসড়কের লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ফেনীর কাজীরবাগ ইকোপার্কে কাছিমগুলো অবমুক্ত করা হয়। হনুমান দুটি বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) মো. শাহাদাৎ হোসেন, ফেনী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান, বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী বন্যপ্রাণী রিস্কিউ টিমের প্রধান সমন্বয়ক সায়মুন ফারাবি উপস্থিত ছিলেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, ফেনীতে হনুমানের বসবাসের কোনো আবাসস্থল নেই। সে কারণে হনুমান দুটি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা সাফারি পার্কে পাঠিয়ে দেওয়া হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *