ফেনীতে নামীদামি ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী উদ্ধার গ্রেফতার এক

author
0 minutes, 0 seconds Read

শহর প্রতিনিধিঃ-

ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় একটি বাড়ির গোডাউন থেকে শুক্রবার (৬ অক্টোবর) বিকালে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ১ হাজার ৪শ ৮৯ বোতল ভেজাল তেল জব্দ করেছে পুলিশ।

এসময় কাজী মোশারফ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের কাজী ইয়াকুবের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহ ফেনী মডেল হাই স্কুল সংলগ্ন পূর্ব উকিলপাড়ায় ডাক্তার আবুল কাসেমের মালিকানাধীন বাড়ির গোডাউনে অভিযান চালায়।

এসময় গোডাউন থেকে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ২ লাখ ১৪ হাজার ৬শ ২৫ টাকা মূল্যের ১ হাজার ৪শ ৮৯ বোতল ভেজাল তেল জব্দ করা হয়। এর মধ্যে ৩৩০ মিলি ওজনের ৯৬ বোতল কিউট, ৪৮০ বোতল ১৬০ মিলি কিউট, ৪০ বোতল ৩৫০ মিলি প্যারাসুট, ২৭৫ বোতল ২০০ মিলি প্যারাসুট, ৩৩৬ বোতল ১শ মিলি প্যারাসুট, ১৪৪ বোতল ২শ মিলি প্যারাসুট বেলীফুল, ৩০ বোতল ২শ মিলি কুমারিকা, ৪০ বোতল ২৭৫ মিলি ডাবর আমলা, ৪৮ বোতল ১৮০ মিলি ডাবর আমলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. বেলাল উদ্দিন জানান, ভেজাল তেল জব্দের ঘটনায় এসআই হায়াত উল্লাহ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার কাজী মোশারফকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *