ফেনীতে বিশ্ব হাত ধোয়া দিবস ও বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

author
0 minutes, 0 seconds Read

 জাহিদুল আলম রাজন

ফেনীতে বিশ্ব সাদাছড়ি দিবস ও বিশ্ব হাত ধোয়া দিবস

১৫ অক্টোবর (রোববার) বিকেলে ফেনী শহরের মিজান রোডের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের হল রুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তারা আমাদের সমাজেরই অংশ। তাদের প্রতি আমরা বেশি যত্নবান হবো, তারাও সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছে ভবি রাখবে। অবহেলা নয়, বোঝা নয়, তারা আমাদের সম্পদ। যে যার জায়গা থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

ফেনী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।

ফেনী জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদ উল্যাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক। বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ ফেনী শাখার সভাপতি জামাল উদ্দিন ছুট্টো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমির কর, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ জাহিদ, সবুজ, বসতির কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম প্রমুখ।

বিশ্ব হাত ধোয়া দিবসে ফেনী বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের অটিজম শিশুদের সাবান ও বিশ্ব সাদাছড়ি দিবসে ৮ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সাদাছড়ি তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মিজান রোড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *