ছাগলনাইয়ায় গতিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

author
0 minutes, 0 seconds Read

ছাগলনাইয়া প্রতিনিধিঃ-

ফেনীর ছাগলনাইয়ায় গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১ টায় আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল হাই ভূঁইয়া এর সভাপতিত্বে ও পাঠাননগর ইউনিয়ন পরিষদের সদস্য ও জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক আবু জাফর সরওয়ার ভূঁইয়া টিটু এর সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাঠাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পাঠাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এয়ার আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবদুল্লাহ আল হারুন রাসেল ভূঁইয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি খোন্দকার তারেক রায়হান, প্রধান শিক্ষক সৈয়দ মনির হোসেন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার, মহামায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, বিদ্যালয়ের সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মহসিন ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর ধর্মীয় বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট আবদুল্লাহ আল জাহিদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক আরিফ পাটোয়ারী প্রিন্স, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আওয়ামী লীগ, জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যালয়ের চারতলা ভবন, প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, কমিউনিটি ক্লিনিক ভবন, মহামায়া ব্রীজ, মাস্টার ওবায়দুল হক ব্রীজসহ সকল রাস্তা পাকাকরণ হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *