বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২৩

author
0 minutes, 1 second Read

নিজস্ব প্রতিবেদনঃ-

‘পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ফেনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুলিশ লাইন্স প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক হাজী আলা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান। সোনাগাজী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তসলিম হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও ফেনী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি আবু তাহের, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপন ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। প্রধান অতিথি ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান বলেন, আজকে আমার বক্তব্যের মধ্যে থেকে আমি সেসমস্ত পুলিশ সদস্যদের সম্মান জানাই যারা নিজের বুকের তাজা রক্তে দিয়ে এদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। সব ক্ষেএে জনতা পুলিশকে সহযোগিতা করে আসছে। জঙ্গি নিয়ন্ত্রণ ও নির্মূলের ক্ষেত্রে জনতা পুলিশকে যে সহযোগিতা করেছে তা সত্যিই প্রশংসনীয়। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা জনগণ ও পুলিশ একত্রে কাজ করতে হবে। বিশেষ অতিথি ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আসলে পুলিশ জনতা একসাথে কাজ করে বলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব হয়েছে। পুলিশের কারণে আমরা রাতে

আরামে ঘুমায়। মহামারি করোনার সময় সন্তান বাবাকে, বাবা সন্তানকে দাফন করে নাই সে সময়ে পুলিশ বাহিনী লাশগুলো দাফন করেছেন। আজকে পুলিশ বাহিনীর সদস্যদেরকে পিটিয়ে হত্যা করছে স্বাধীনতা বিরোধীরা। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সেসমস্ত পুলিশ সদস্যদের স্মরণ করছি। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক রিপনকে শ্রেষ্ঠ চেয়ারম্যান ও ফেনী মডেল থানার এস আই মো. এমরান হোসেনকে শ্রেষ্ঠ পুলিশিং কর্মকর্তার হাতে সনদ ও ক্রেস্ট হাতে তুলে দেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *