ফেনীতে কেককেটে অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২৯ বছর পূর্তি উদযাপন

author
0 minutes, 0 seconds Read

ফেনীতে কেককেটে অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২৯ বছর পূর্তি উদযাপন করেছে সংগঠনটির সদস্যবৃন্দ।
শুক্রবার বিকেলে শহরের রাজাঝি’র দিঘীর পশ্চিম পাড়ের অফিসার্স ক্লাব সংলগ্ন অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর মহড়া কক্ষে নবীন প্রবীনের মিলনমেলা ঘটে। সংগঠনটি ২৯ বছর শেষে ৩০ বছরে পদার্পণ উপলক্ষে মিলনমেলায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী আবৃত্তি শিল্পী অ্যাডভোকেট রাশেদ মাজহার।

সংগঠনের সদস্য সচিব আবৃত্তি শিল্পী এম এফ রহমান মিলনের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য শাহাদাত হোসেন রুবেল, ফেনী থিয়েটার’র সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি আবৃত্তি শিল্পী নাজমুল হক শামীম , দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি আবৃত্তি শিল্পী সুরঞ্জিত নাগ, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সিনিয়ার আবৃত্তি শিল্পী জ্যাবিন শারমিন আলম প্লেভা প্রমুখ।

৩০ বছরে পদার্পণ উপলক্ষে উৎসব মুখর প্রাণবন্ত আড্ডায় আবৃত্তি করেন সংগঠনের নবীন ও প্রবীণ আবৃত্তি শিল্পীরা। পরে সংগঠনের সদস্যদের আয়োজনে নিজস্ব হাতে তৈরি কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। মিলন মেলায় সংগঠনের নবীন ও প্রবীণ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *