ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়,একটি বেসরকারি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

author
0 minutes, 0 seconds Read

নোয়াখালী প্রতিনিধিঃ-

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করায় একটি বেসরকারি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকারের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা যায়, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য ৩০০ টাকা হলেও মাইজদী আধুনিক হাসপাতাল ৭৫০ টাকা করে রোগীদের কাছ থেকে আদায় করে আসছিল। এ ছাড়া ৪০০ টাকার সিবিসি টেস্ট নিচ্ছে ৭০০ টাকা। এই অতিরিক্ত ফি আদায়ের দায়ে ভোক্তা অধিকার আইনে মাইজদী আধুনিক হাসপাতালের স্বত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশের একটি দল।

কাউছার মিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *