সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির বিদায়-বরণ অনুষ্ঠান

author
0 minutes, 1 second Read

প্রেস বিজ্ঞপ্তি:

ফেনীর সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির ২০২২সালের কমিটির বিদায় ও ২০২৩ সালের নবনির্বাচিত কমিটিকে বরণ অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারি রোববার নিউ হারবী কাবাব কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল্যাহ রিয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

বিশেষ অতিথি ছিলেন, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী।

বিদায় কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আজকের পত্রিকার সোনাগাজী প্রতিনিধি ও দৈনিক নয়াপয়গামের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক ফেনীর সোনাগাজী প্রতিনিধি সাহেদ সাব্বির।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চন, সমকাল প্রতিনিধি আবুল হোসেন রিপন, মোর্শেদ আলম প্রিন্স।

অতিথিদের বরণ করেন, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নব-কমিটির সহসভাপতি আবছার সোহাগ, দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম মামুন, নির্বাহী সদস্য, মোতাহের হোসেন ইমরান, হাবিবুল ইসলাম রিয়াদ।

নব কমিটির সভাপতি আব্দুল্লাহ রিয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে বিদায়ী সভাপতি-সম্পাদক।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী ওমর ফরুক, শরীয়ত উল্যাহ রিফাত, শহীদুল ইসলাম, এমএ আকাশ, ছালাহ উদ্দিন, গাজী মোহাম্মদ হানিফ, আব্দুর রহিম, দাগনভূঞাঁ প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ইফতেখার, দাগনভূঞাঁ রিপোর্টার্স ইউনিটির সভাপতি জসিম উদ্দিন ফরায়েজী।

এছাড়াও উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন, নকীব সাংস্কৃতিক ফোরাম সোনাগাজীর সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়াজী, মানবতার ডাক’র সাধারণ সম্পাদক সজিব, শিল্পকলী একাডেমির নুরুল আমিন পলাশ, আল হেলাল একাডেমির শিক্ষক জাহিদুল হাসান সোহান, টিম ইমার্জেন্সী সভাপতি রবিউল হাসান, সোনাগাজী ব্লাড ডোনেট অর্গানাইজেশনের নিশাদ ভূইয়া, শাহাপুর মুনস্টার ক্লাবের সহসভাপতি আবুল কাসেম, কবি মহিউদ্দিন খোকন, আবছার উদ্দিন মডেল প্রাইমারীর শিক্ষক আমীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সোনাগাজীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করায় ধন্যবাদ জানায় রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দদের। এছাড়াও নেতৃবৃন্দের পরিবেশিত সংবাদ প্রদর্শনী দেখে ভূয়সী প্রশংসাও করেন তারা।

শেষে বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সাহেদ সাব্বিরকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *