মানব সেবা সংস্থা’র কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

author
0 minutes, 1 second Read

মানব সেবা সংস্থা ফেনী কর্তৃক আয়োজিত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যলয়ের ড়াঃ মাহাবুব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মানব সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি, মুনতাহের আহম্মেদ রাকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব সেবা সংস্থার সাবেক সভাপতি মাজেদুল হক জুম্মন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার কবির আহমেদ বিএবিএড। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনীর প্রত্যয় এর সম্পাদক সিদ্দিক আল মামুন, বার্তা সম্পাদক জসীম উদ্দীন ফরায়েজী,সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জহিরুল হক খাঁন সজীব।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবাবপুর ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়নের প্রায় ১০ টি বিদ্যালয়ের ৫৮০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে, তম্মোদ্ধে ২০০ জন ছাত্র-ছাত্রী সর্বোচ্চ নাম্বার পেয়ে কৃতকার্য হয়। পরে লটারির মাধ্যমে ৩০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মনসুর আলম, ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এ বি এম সাহাব উদ্দিন, ভোর বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী, ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ফেনীর প্রত্যয় এর রিপোর্টার-সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এম কাওছার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানব সেবা সংস্থার শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দ এবং পুরস্কার গ্রহনকারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *