ফেনীতে রেলমন্ত্রীর যাত্রাবিরতি, ট্রেনে আসন বৃদ্ধির অনুরোধ নিজাম হাজারীর

author
0 minutes, 0 seconds Read

নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীতে যাত্রাবিরতি করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আমন্ত্রণে এ যাত্রাবিরতি করেন তিনি।

বুধবার (১৭ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসে ফেনীতে আসেন রেলমন্ত্রী।

এ সময় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী রেলমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ফেনীতে আন্তঃনগর ট্রেনে আসন বৃদ্ধির অনুরোধ করেন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে ফেনী রেলগেট সংলগ্ন আবু বকর সড়ক-হাসপাতাল সড়কের মাথায় গেট স্থাপন এবং ফেনী গুদাম কোয়ার্টার রেলগেটের নিচে কালভার্টের পুনঃনির্মাণের অনুরোধ জানিয়েছেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের এ বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

অন্যান্যের মাঝে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী রেলস্টেশন মাস্টার মুহাম্মদ হারুন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম উপস্থিত ছিলেন। এ সময় বিপুল সংখ্যক আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *