ফেনীতে বিএনপির মানবন্ধনে ১০ দফা বাস্তবায়ন দাবী নেতাদের

author
0 minutes, 1 second Read

শহর প্রতিনিধিঃ-

গ্যাস, চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং দমন-নিপীড়নের প্রতিবাদে,বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা বাস্তবায়নের দাবীতে ফেনীতে মানববন্ধন করেছে বিএনপি।

শনিবার (১১ মার্চ) শহরের ট্রাংক রোড়ে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আকবর হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব” এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা ডেইজি প্রমূখ।

এসময় বক্তারা বলেন,পুলিশ দিয়ে আর দেশ পরিচালনা চলবে না এবং শেখ হাসিনার অধীনে এই দেশে আর কোন নির্বাচন হবেনা উল্লেখ করে গ্যাস, চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য কমানো এবং সরকারের দমন-নিপীড়ন বন্ধ করে বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং বর্তামান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ তারেক রহমান কর্তৃক ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা বাস্তবায়নের দাবি জানান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *