ফেনীতে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ

author
0 minutes, 2 seconds Read

নিজস্ব প্রতিবেদকঃ-

ফেনী, ২৮ জুলাই, ২০২৩ (বাসস): এসএসসি ও সমমান পরীক্ষায় ফেনীতে পাশের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২১৬ জন শিক্ষার্থী। জেলার ১৮৫ টি স্কুল হতে ১৮ হাজার ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৪ হাজার ২৭৭ জন। বিপরীতে ফেল করেছে ৩ হাজার ৭৪২ জন।  আজ শুক্রবার ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা উন্নয়ন ও আইসিটি)  ফাহমিদা হক। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৮৬ দশমিক ৯৮ শতাংশ পাশের হার নিয়ে জেলার শীর্ষ স্থানে রয়েছে দাগনভূঞা উপজেলা। এ উপজেলায় ৩ হাজার ৪০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২ হাজার ৯৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। ৮৪ দশমিক ১০ শতাংশ পাশের হার নিয়ে জেলায় ২য় স্থানে ছাগলনাইয়া উপজেলা। এ উপজেলা হতে ২ হাজার ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৭০৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। ৮০ দশমিক ৮০ শতাংশ পাশের হার নিয়ে জেলায় তৃতীয় ফেনী সদর উপজেলা। ৭ হাজার ৩১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৯০৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৮১৮ জন। জিপিএ-৫ বিবেচনায় জেলার সবার চেয়ে এগিয়ে সদর উপজেলা। অন্যান্য উপজেলার মধ্যে পরশুরামে ১ হাজার ২৭৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৯৪৯ জন। পাশের হার ৭৪ দশমিক ২৬, জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। সোনাগাজীতে পাশের হার ৭০ দশমিক ২৮ শতাংশ। ২ হাজার ৪৯০ জন অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৭৫০ জন, জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। জেলার সর্বনিম্ন পাশের হার ফুলগাজী উপজেলায়। এ উপজেলায় পাশের হার ৬৬ দশমিক ৫৮ শতাংশ। ১ হাজার ৫০৫ জন অংশ নিয়ে পাশ করছে ১ হাজার ২ জন, জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। জেলায় শতভাগ পাশ করেছে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, সাউথ বল্লভপুর স্কুল এন্ড কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, পুলিশ লাইন্স স্কুল, স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল এবং আমিন নেওয়াজ গার্লস হাই স্কুল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *