ডেঙ্গু রোধে ফেনী জেলা জুড়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

author
0 minutes, 1 second Read

নিজস্ব প্রতিবেদকঃ-

ফেনীতে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনী জেলাজুড়ে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ কর্মসূচি উদ্বোধন করেন।

জেলা পর্যায়ের কর্মসূচিতে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেলা ডেঙ্গু রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সদস্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন জানান, বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলায় একযোগে প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *