মরা সাপের এক কাঁটায় জীবন যায় ফেনীর ইউসুপের বাঁচার আকুতি।
নিজস্ব প্রতিবেদকঃ-
ফেনী শহরতলীর উত্তর চাড়িপুরের বাসিন্দা মো: ইউসুপের ছিলো সাজানো গোছানো জীবন। ছিলো স্ত্রী সন্তানও। এখন কিছুই নেই জীবন প্রদীপ যেন নিভু নিভু। একটি মরা সাপের কাঁটায় জীবন যায় যায়।
২০১৭ সালের এক রাতে এশার নামাজের পর এক মৃত ব্যক্তির জানাযা পড়ে আসার সময় মরা সাপের কাটা বৃদ্ধ হয় ইউসুপ। সাথে সাথেই চিকিৎসা শুরু হয়। ফেনী-ঢাকা-চট্টগ্রাম- কুমিল্লা এমন অনেক যায় হাসপাতাল গুলোতে চিকিৎসা নিয়েও সারছেনা রোগ।
অনেক চিকিৎসার পরও কোন উন্নতি হয়নি। পচন ধরেছে পায়। দীর্ঘ ধৈর্য ধরে স্বামীর সাথে থাকলেও অবশেষে আর না পেরে ২০ মাসের মেয়ে নিয়ে চলে যায় ইউসুপের স্ত্রীও।
পায়ে পছনের সাথে শরীরে আছে থেলাসেমিয়া। চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে মানুষটা। খেয়ে না খেয়ে কোন রকমে বেঁচে আছে। এলাকার মানুষ দিলে খায় নাহলে উপোষ থাকে এক সময়ের কর্মঠ মানুষটা।
ইউসুফ জানায় ফেনী সদর হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল, মুন হাসপ...