নিজস্ব প্রতিনিধিঃ-
ফেনীতে হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য ব্যবহার্য তৈজসপত্র বিতরণ করে লায়ন্স ক্লাব অব ফেনী ও ফেনী গোল্ডের।
শনিবার (৩০ নভেম্বর) ফেনী’র হক প্যালেস এর স্থায়ী কার্যালয়ে ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য ব্যবহার্য কিছু ডিনার সেট বিতরণ করে।
লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন শহিদুল আলম ভুইয়ার সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ এডভাইজর টু ডিজি লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন এ কে এম রফিকুল হক নিপু, এছাড়াও আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর সেক্রেটারি লায়ন এডভোকেট এম শাহজাহান সাজু , লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড এর সেক্রেটারি লায়ন তাহমিনা তোফা সিমা, লায়ন্স ক্লাব অব ফেনীর জয়েন্ট সেক্রেটারি লায়ন তোফায়েল আহমেদ রনি, জয়েন্ট সেক্রেটারি লায়ন আরিফুল ইসলাম, লায়ন আবদুর কাদের সম্রাট, লায়ন এডভোকেট আলাউদ্দিন ভূইয়াসহ লিও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রোগ্রামে প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন মঞ্জুরুল ইসলাম ভুইয়া।