নিজস্ব প্রতিনিধিঃ-
ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদের” উদ্যোগে জেলার বিশিষ্টজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯নভেম্বর) বিকালে শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্লাটফর্মের আহবায়ক কমিটির সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায় ও মুখপাত্র ওমর ফারুক এর সভাপতিত্বে এবং লিয়াজো সমন্বয়ক মো: আবিদুর রহমান আবেদ এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, সাবেক পৌর কাউন্সিলর ওমর ফারুক বেলাল, সিনিয়র সাংবাদিক আাবদুর রহিম, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফারুক আহমেদ মজুমদার, শাহীন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ এর প্রিন্সিপাল ইকরামুল হক ভূঁইয়া, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোজাম্মেল হোসাইন , জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক, ফেনী সরকারি কলেজের প্রভাষক মামুনুর রশীদ, শিক্ষা ক্যাডার কর্মকর্তা জাহিদুল ইসলাম, নারী সংগঠক জাহানারা আক্তার মনি, শাহীন একাডেমির উপাধ্যক্ষ জসিম উদ্দিন, ব্যবসায়ী কফিল উদ্দিন, শাহাদাত হোসেন বাদল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু, ছাত্র সমন্বয়ক আবদুল আজিজ, উদ্যোক্তা ফয়েজুল্লাহ নোমানী ও মাহদী হাসান প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী কলেজের শিক্ষক মীর হোসেন মজুমদার, মোতাহার হোসেন, সাইদুল হক জুয়েল, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, ব্যাংকার আবদুল্লাহ আল মামুন, জিয়া মহিলা কলেজের শিক্ষক আবদুল্লাহ আল মামুন, নারী নেত্রী জিনাত জেসমিন ও আইনজীবী হুরে জান্নাত বেগম, ব্যাংকার সাখাওয়াত হোসেন, ছাত্র সমন্বয়ক জামাল উদ্দিন, আবু সুফিয়ান নোমান, বদরুদ্দোজা নোবেল ও পলাশ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফেনী দীর্ঘ দিন রাজনৈতিক ও উন্নয়ন বৈষম্যের শিকার। এ অবস্থা থেকে উত্তরনের জন্য ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সময়ের দাবি।