শহর প্রতিনিধিঃ-
ফেনী ড্রাগন কারাতে একাডেমীর আয়োজনে বেল্ট প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
ফেনীর বারাহিপুরে অবস্থিত ফেনী স্পোর্টস এরিনা তে টার্ফের মধ্যে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সেক্রেটারী ইমন উল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মীরা আক্তার, ফেনী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন শফিকুর রহমান ও বিসিবির জেলা ক্রিকেট কেচ রিয়াজ উদ্দিন রবিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানব জমিন এর ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, মাহফুজ সেন্সিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত কারাতে একাডেমী বিগত এগারো বছর নিয়মিত আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে গোল্ড, সিলভার,ব্রোন্জ পদক অর্জন করেছে। উপস্থিত অতিথিবৃন্দ ফেনী ড্রাগন কারাতে একাডেমীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
আপনার মূল্যবান মতামত দিন