ক্যাম্পাস প্রতিনিধিঃ-
সোমবার (১৮ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী ঐতিহ্যের হাট।
এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশের ঐতিহ্যকে উদযাপন এবং শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে কীভাবে লাভজনক ব্যবসায় রূপান্তরিত করা যায়, তার সুযোগ সৃষ্টি করা।
প্রদর্শনীতে দেশের ৬৪ জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য শোভা পায়। এর মধ্যে ফেনী জেলা অসাধারণ উপস্থাপনার জন্য প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
ফেনী জেলার স্টলে ছিল –হাজীর মিষ্টি,খন্ডলের মিষ্টি,জয় গোপালের ক্ষীর মহণ, ছানাবালুশা,সোনাগাজীর মহিষের দই,নারকেলের পিঠা এবং আরও অনেক ঐতিহ্যবাহী খাবার।
স্টলটি সাজানো হয়েছিল ফেনীর গ্রামীণ সংস্কৃতি ও জেলার পরিচিত স্থানগুলোর ছবি দিয়ে, যা দর্শকদের নজর কাড়ে।
প্রোগ্রামে ফেনী বাসীর পক্ষ থেকে বিশেষ বার্তায় -ফেনীর শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অন্যান্য জেলার সকলকে ধন্যবাদ, বিশেষত বন্যার সময় ফেনীর পাশে থাকার জন্য। এ সহযোগিতার জন্য আমরা চিরকৃতজ্ঞ।”
এই প্রোগ্রামের আয়োজক হিসেবে ছিলেন -ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।