নিজস্ব প্রতিনিধিঃ-
ফেনী শহরের জিরো পয়েন্ট ট্রাংক রোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে গাছের ছায়ায় বসে কিছুটা সময় জিরিয়ে নিতেন শহরে আসা সাধারণ মানুষ। গত ৫ আগষ্ট পট-পরিবর্তনের পর জেলার বিভিন্ন স্থানে চলছে দখলদারিত্বের রাজত্ব। রাস্তা কিংবা ফুটপাত, পার্কিং কিংবা সিএনজি স্ট্যান্ড সকল স্থানে চলছে দখল। শহরে আসা মানুষদের বিশ্রামের স্থানটিও দখলদারদের হাতে।
মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাজারঝি দিঘির পাড়ে ফুটপাতে বসেই ব্যবসা পরিচালনা করছেন হকাররা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরে আসা সাধারণ মানুষরা। হাঁটার জায়গা দখল করে টেবিল বসিয়ে কেউ শরবত আবার কেউ পান-সিগারেট বিক্রি করছেন। জানাযায়,প্রভাবশালী কিছু নেতাদের ম্যানেজ করেই ব্যবসা পরিচালনা করছেন তারা। তবে এ বিষয়ে কেউই মুখ খুলতে রাজি হননি।
শহরে কেনাকাটা করতে আসা জহিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেই লাউ সেই কদু!” আগে যেমন ছিলো এখনো তেমন। দখলের কারনে প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হয় তাদের। অর্থের বিনিময়ে হকারদের ব্যাবসা করতে দেন কিছু প্রভাবশালী নেতা। এই হকারদের নিয়ন্ত্রণ কার হতে জানতে চান তিনি।