ফেনীর টাইমস.কম –

আজ বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি ‘বালুখেকো’ মফিজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ-
ফেনীর সোনাগাজীতে সাংবাদিকের উপর
 হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি
‘বালুখেকো’ মফিজুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) শহরের এসএসকে রোডস্থ মাইশা টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী  মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত মফিজ সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের বলি বাড়ির মনির আহম্মদের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর বিকাল ৫টার দিকে মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ও ভিডিও করেন যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম।
এক পর্যায়ে বালু উত্তোলনকারি উপজেলা যুবদলের সদস্য মফিজুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফখরুদ্দিন ফারুক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর রুবেল ও ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সুমনসহ  তাদের সহযোগীরা বাদামতলি বাজারে সাংবাদিক রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।
এঘটনার পরদিন শনিবার (০৯ নভেম্বর) ওই চারজনসহ অজ্ঞাত আরও ৮জনের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন আহত সাংবাদিক আবদুর রহিম।
সোনাগাজী  মডেল থানার ওসি কামরুজ্জামান জানান,সাংবাদিকের উপর হামলার মামলায় গ্রেপ্তারকৃত মফিজুর রহমানকে রবিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক মামলা রয়েছে।অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মূল্যবান মতামত দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!