ফেনীর টাইমস.কম –

আজ বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে ফেনীর সেই জেলা প্রশাসককে বদলি

নিজস্ব প্রতিনিধিঃ-

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে বদলি করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। একইদিন আরেকটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মোহাম্মদ তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত আদেশে অর্থ বিভাগের উপসচিব ও বিসিএস ২৭ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলামকে ফেনীর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার।

বদলি আদেশে বলা হয়, ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার প্রধান সহযোগী, সাম্প্রতিক বন্যায় নীরব দর্শকের ভূমিকা ও দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বিপ্লবী ছাত্রসমাজের ব্যানারে জেলা প্রশাসকের বিচার দাবি করেন আন্দোলনকারীরা। সর্বশেষ গত বৃহস্পতিবার এ দাবিতে বিক্ষোভ ও গত ২০ অক্টোবর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে অপসারণের দাবিতে মানববন্ধন করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা প্রশাসক ফেনীর সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগসাজশে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। ফেনীতে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গণহত্যা চালিয়েছে। তার অপসারণ ও বিচারের দাবিতে গত কিছুদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। অবশেষে দেরিতে হলেও আজ এ বদলি আদেশ এসেছে। তবে শুধু বদলিই নয়, যথাযথ তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব শাহীনা আক্তারকে ফেনীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

আপনার মূল্যবান মতামত দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!