নিজস্ব প্রতিনিধি:
জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী কর্তৃক ফেনী জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল। “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শুক্রবার (১ নভেম্বর) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার নজরুল বিন মাহমুদুল এর হাতে শ্রেষ্ঠ যুব সংগঠক এর সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রায়হান মেহবুব, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান ও যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক সাইফুদ্দিন মোঃ হাছান আলী।
নজরুল বিন মাহমুদুল পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছেন। ফেনীর বন্যায় তাঁর নেতৃত্বে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর উদ্যোগে প্রায় শতাধিক মানুষকে রেসকিউ, প্রায় ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা ও প্রায় ৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
নজরুল বিন মাহমুদুল ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে।
দীর্ঘদিন যাবত তিনি ফেনীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যমের সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি ফেনী ন্যাশনাল কলেজ ও স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল এর কো-অর্ডিনেটর ও অনলাইন নিউজ পোর্টাল পরিবেশের সোনালী বার্তার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জাতীয় দৈনিক খোলা কাগজ এবং ফেনী থেকে প্রকাশিত দৈনিক স্টার লাইনের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বিগত বছরে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতায় জাতীয় ভাবে বিশেষ পুরস্কার ও বৃক্ষরোপণ ও পরিচর্যায় অবদান রাখায় জাতীয় ভাবে শ্রেষ্ঠ পরিবেশ বন্ধু পদকে ভূষিত হন।