নিজস্ব প্রতিনিধিঃ-
ফেনী লিও ক্লাবের উদ্যোগ বিনামূল্যে ডায়াবেটিস টেস্ট ও ব্লাড প্রেসার টেস্ট করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) থেকে ফেনী শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও ইউসুফ আহমেদ নিশাদ এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন শহিদুল আলম ভুইয়া, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও লায়ন জেলার রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এ কে এম রফিকুল হক নিপু, রিজিয়ন চেয়ারপারসন ও ফেনী লিও ক্লাবের এডভাইজর লায়ন মঞ্জুরুল ইসলাম ভুইয়া, লায়ন্স ক্লাব অব ফেনীর জয়েন্ট সেক্রেটারি লায়ন তোফায়েল আহমেদ রনি।
এতে আরও উপস্থিত ছিলেন, ফেনী লিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লিও মো: সবুজ, সেক্রেটারি লিও ওমর ফারুক রিয়াজ, ট্রেজারার লিও মাহদী হাসান সহ অন্যান্য লিওবৃন্দ।
শহরের গরীব-দুঃস্থ ডায়াবেটিস রোগীগণ যারা টাকার অভাবে ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন না তারা শহীদ মিনারে আসেন ও বিনামূল্যে তাদের ডায়াবেটিস পরীক্ষা করান এবং সেইসাথে রক্তচাপ নির্ণয় করেন। উক্ত প্রোগ্রামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লিও জায়েদুল ইসলাম ।