ফেনীর টাইমস.কম –

আজ মঙ্গলবার ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন, হাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিনিধিঃ-
দেশের পরিবহন সেক্টরের শীর্ষ সংগঠন “বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন, এফবিসিসিআই’র পরিচালক ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।
আজ সকালে রাজধানীর গুলশান-১ এর  জব্বার টাওয়ারে অবস্থিত দি ক্যাফে রিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত   বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের জরুরী সভায় হাজী আলাউদ্দিন কে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা হয়।
এরআগে সভাপতি ছিলেন, জাতীয় পার্টির নেতা সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও সাধারন সম্পাদক ছিলেন, খন্দোকার এনায়েত উল্যাহ। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর সংগঠনের সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও সাধারন সম্পাদক খন্দোকার এনায়েত উল্যাহ আত্মগোপনে চলে যান।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষে আজ পুরাতন কমিটিকে পূর্নগঠন করা হয়েছে।
সংগঠনের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।
এসময়  উপস্থিত ছিলেন, সকল জেলার পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।উপস্থিত সকলের সর্ব সম্মত সিদান্তে   বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির  কার্যকরী সভাপতি হতে সভাপতি  নির্বাচিত করা হয়  হাজী আলাউদ্দিনকে। কার্যকরী সভাপতি নির্বাচিত হন, চট্রগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক- সমিতির সাধারন সম্পাদক কপিল উদ্দিন ও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন এম,এ বাতেন।
আপনার মূল্যবান মতামত দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!