শহর প্রতিনিধিঃ-
ফেনীর ৮নং জয়লস্কর ইউনিয়নের ৯নং ওয়াডে বৃহস্পতিবার ১৯ শে সেপ্টেম্বর সকালে পূর্ব রামচন্দ্রপূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্প্রাঙ্গনে পরিবার পরিকল্পনার আয়জনে ও ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুঠিত হয় এ সময় আনুমানিক ৫০০শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সুপ্রশিক্ষতু চিকিৎসক মেডিসিন, গাইনি, চর্ম, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ 6 জন চিকিৎসক।
এসময় ফেনী স্টান্ট ওয়ারিয়র্স প্রতিষ্ঠাতা তৌফিক উদ্দিন সিফাত বলেন বিগত সময়ে ও মেডিকেল ক্যাম্প করা হয় আজ আমাদের দীর্ঘ পরিসরে চলসে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরন আগামীতে ও আমাদের ফেনী স্ট্যান্ট ওয়ারিয়র্স যুবসমাজের ভালোবাসায় প্রত্যেক মানুষ পাশে আসে এই কার্যকম চলমান থাকবে
ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর সভাপতি আশরাফুল ইসলাম আবির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল এর সার্বিক কার্যকম পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল হক এবং স্থানীয় সমাজ সেবক নুরুল করিম, ইউনুস দুলাল, আবদুল্লাহ আল নোমান ও ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।