দাগনভূঁইয়া প্রতিনিধিঃ-
ফেনীর দাগনভূঁইয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টারদিকে উপজেলার মাতুভূঞা ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুমা আক্তার (৩৫) । সে উপজেলার মাতুভূঞাঁ ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেনী-মাইজদী আঞ্চলিক সড়কের দাগনভূঞাঁ উপজেলার মাতুভূঞাঁ সেতু সংলগ্ন এলাকায় বুধবার রাতে একটি মাল বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরের পর ওই গাড়িটি হাইড্রোলিক জগের উপর তুলে মেরামতের কাজ চলছিলো।
এসময় নিহত নারী রুমিা আক্তার বিকল হওয়া ট্রাকের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। আকস্মিকভাবে ট্রাকটি হেলে পড়লে এতে ট্রাকে থাকা মালামালে বস্তা ওই নারীর গায়ে পড়ে। তখন তিনি চাপা পড়ে নিহত হন।
স্থানীয়রা গুরতর আহত অবস্থায় ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফেনীর মহপিাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোস্তফা কামাল দাগণভূঞাঁ আঞ্চলিক সড়কে এক নারী নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত পক্রিয়া চলমান।
আপনার মূল্যবান মতামত দিন