ফেনীর টাইমস.কম –

আজ মঙ্গলবার ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীর স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন সমূহের যৌথ বিবৃতি

নিজস্ব প্রতিবেদনঃ-

বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানবাধিকার লঙ্ঘন রোধে জরুরি পদক্ষেপ নিতে হবে।

আমরা, সকল তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের সংগঠিত সকল বর্বরতার তীব্র নিন্দা জানাই। নিরীহ শিশু-কিশোর ও তরুণদের হত্যাকান্ড মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন আমাদের উদ্বিগ্ন করে তুলছে। অবিলম্বে প্রতিটি ঘটনার স্বাধীন, নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার করতে হবে।

তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে রাষ্ট্রের কাছে সকল অন্যায় আচরণ বন্ধ, শিশুদের সহিংসতা থেকে রক্ষা, হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার এবং জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতা ও ভয়-ভীতিমুক্ত একটি নিরাপদ শান্তিপূর্ণ পরিবেশে তরুণদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

আপনার মূল্যবান মতামত দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!