ফেনীর টাইমস.কম –

আজ মঙ্গলবার ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে আওয়ামী লীগের শোক র‍্যালি

শহর প্রতিনিধিঃ-

ফেনীতে হাজারো নেতাকর্মী নিয়ে শোক র‍্যালি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলের দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এর আগে কর্মসূচিকে ঘিরে দুপুর থেকে মিছিল নিয়ে পৌরসভা চত্বর ও পিটিআই স্কুল মাঠে জড়ো হন পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ফেনী পৌরসভা চত্বর থেকে একটি র‍্যালি নিয়ে শহরের ট্রাংক রোড, বড় মসজিদ ও মডেল থানা প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী বলেন, কোটা আন্দোলনের নামে সারা দেশে বিএনপি-জামায়াত নিরবে সহিংসতার ঘটনা ঘটিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত মানবিক নেত্রী। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তদন্ত কমিটি গঠন করেছেন। এর মাধ্যমে প্রকৃত খুনিদের নাম বেরিয়ে আসবে। যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর খুনিদের মতো তাদের বিচারও এ বাংলার মাটিতে হবে।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে ঢাকাসহ সারা দেশে বিএনপি-জামায়াত যে তাণ্ডব চালিয়েছে তা মানুষ দেখেছে। যারা এসব তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তবে ফেনীর মানুষ এ সন্ত্রাসকে প্রশ্রয় দেয়নি। মুষ্টিমেয় যে সন্ত্রাসী গোষ্ঠী ফেনীর শান্তি নষ্ট করতে চেয়েছেন তাদের হুশিয়ার করে দিতে চাই।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!