নিজস্ব প্রতিবেদঃ-
কোটা বিরোধী আন্দোলনকারী ও স্বঘোষিত রাজাকারদের বিরুদ্ধে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
বৃহস্পতিবার (১৮জুলাই) বেলা ১১ টার দিকে ফেনী শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা প্রতিবাদে অংশ গ্রহণ করেন। এসময় মুক্তিযোদ্ধারা বলেন, যে পতাকার জন্য ৯ মাস যুদ্ধ করেছি সেই পতাকা মাথায় নিয়ে রাজাকার, রাজাকার স্লোগান- এটি আমাদের জন্য লজ্জার।
এদেশের তথাকথিত মেধাবীরা মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে আপত্তি করছে, তারা বোধহয় ভুলে গেছে আমরা যদি এদেশ স্বাধীন না করতাম তাদের আজকের অস্তিত্বই থাকতো না।
এ সময় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন৷
আপনার মূল্যবান মতামত দিন