টাইমস ডেস্ক:
গাঁজাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফেনী জেলা আওয়ামী যুবলীগের আওতাধীন ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহেলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি এবং সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
এর আগে, গত শনিবার (১৩ জুলাই) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে সোহেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ হয়।
গ্রেপ্তার সোহেল ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবুল বাশারের ছেলে। তার সহযোগী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মতিন (৪২)।
র্যাব-৬ সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে করে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে মাদক বেচাকেনা হবে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টাকালে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ সোহেল এবং মতিনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের কোটালিপাড়া থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ফেনী পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায়ভার সংগঠন নেবে না। সংগঠনে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো সুযোগ নেই। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম মুঠোফোনে বলেন, তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।