সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় দৈনিক আজকের পত্রিকায় নিয়োগ পেয়েছেন মো. সাহাব উদ্দিন। তিনি সংবাদমাধ্যমটির ফেনী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করবেন। বৃহস্পতিবার (১১ জুলাই) আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান সাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সাহাব উদ্দিন ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম রাইজিংবিডির ফেনী জেলা প্রতিনিধি এবং ২০১৯ সাল থেকে ফেনীর স্থানীয় পত্রিকা দৈনিক ফেনীতে নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।
সাহাব উদ্দিন ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার মো. ইউনুছ মিয়ার সেজো সন্তান। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন