শহর প্রতিনিধিঃ-
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম।
বুধবার শহরের পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে বিশেষ করে সংবাদকর্মীদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। তাছাড়া দায়িত্বশীলতার সাথে পুলিশকে এসব বিষয়ে সাংবাদিকদরে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি থানায় স্মার্ট পুলিশিং সেবা প্রদান, কিশোর গ্যাং দমন, জুয়া-চুরি রোধ এবং জেলার সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে সাংবাদিকরা ফেনী জেলার নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় জেলা পুলিশের ঊদ্ধর্তন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন