ফেনীর টাইমস.কম –

আজ মঙ্গলবার ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে পায়রার মাসব্যাপি গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদঃ-

ফেনীতে পায়রা ইয়ুথ সোসাইটি উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও
জেলাব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

ফেনীর অন্যতম সেচ্ছাসেবী মানবিক সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটি জেলাজুড়ে মাস ব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের আয়োজন করেছে।

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ফেনী ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো কিছু এলাকায় মোট ৩৬০ জন শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্যার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব এমদাদ হোসেন রিংকু মেম্বার, পায়রার উপদেষ্টা ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব নিজাম উদ্দিন মিল্টন মেম্বার এবং ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আরিফুল ইসলাম আরিফ মেম্বারসহ অন্যান্যা সকল শিক্ষকমন্ডলি।

আরো উপস্থিত ছিলেন, পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ সায়েম, পরিচালক অর্থ জনাব জিয়াউল হক মিলন, পরিচালক ট্রেনিং জনাব রাকিবুল হাসান রিকুসহ প্রমুখ।

বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!