ফেনীর টাইমস.কম –

আজ মঙ্গলবার ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় কোরআনে হাফেজ নিহত

নিজস্ব প্রতিবেদঃ-

মোটরসাইকেল দুর্ঘটনায় মো.মনসুর আলম (২৫) নামে এক কোরআনে হাফেজ নিহত হয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার মনসুর ও তার ফুফাতো ভাই নাঈম বেড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়েফারিয়াকে ফ্রেজ উঠান ছাড়েন  খাগড়াছড়ি যায়।

সোমবার (২৪ জুন) খাগড়াছড়ি থেকে ফেনী আসার পথে মহালছড়ি নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনসুরকে মৃত ঘোষণা করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হাফেজ মো.মনসুর আলম ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাহাপুর গ্রামের বাসিন্দা মো.নুরুল আলম মিস্ত্রির ছেলে। নিহত হাফেজ মো. মনসুর আলম শহরের মিজান রোডে অবস্থিত জুম্মা/তমিজিয়া শপিং সেন্টারের আল রশীদ টেইলার্সে কার্টিং মাস্টার হিসাবে কর্মরত ছিলেন। মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় সাহাপুর এলাকার এক তরুণের মৃত্যুর খবর আমি শুনেছি। ইতোমধ্যে লাশ আনা হয়েছে। জানাজা-দাফনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মূল্যবান মতামত দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!