ফেনীতে ইয়াবাসহ তিন জন গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

author
0 minutes, 0 seconds Read

শহর প্রতিনিধিঃ-

ফেনীতে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে ফেনী জেনারেল হাসপাতাল চৌরাস্তার মোড় সংলগ্ন পেট্রল পাম্পের পাশ থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতাররা হলেন ওসমান গনি লিটন (২৪), কাজী মোবাশ্বির নুর অর্ণব (২২) ও ছাপওয়ান বিন এনায়েত রাফি (২১)। এর মধ্যে লিটন পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং রাফি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফেনী জেনারেল হাসপাতাল সংলগ্ন পেট্রল পাম্পের পাশে অভিযান চালায়। এসময় মোটরসাইকেলে থাকা তিন যুবককে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দিন বলেন, ইয়াবাসহ আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *