নিজ গ্রাম ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূইয়া ইউনিয়নের আলীপুরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল হুদা। সোমবার (২০ মার্চ) রাতে আমিন উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন নুরুল হুদা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সেলিম পাটোয়ারী।
সংগঠক ও সমাজসেবক ছিদ্দিক রাজুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আমিন উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কামাল উদ্দিন খোন্দকার, মাতুভূঞা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল আউয়াল জসিম, মাদ্রাসার শিক্ষক এয়ার আহমদ, মো. ইসমাইল, সমাজসেবক মিজানুর রহমান প্রমুখ।
সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।