শহর প্রতিনিধিঃ-
আজ ১৩ মার্চ ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশাল এ আনন্দ শোভাযাত্রায় সংগঠনের উপদেষ্টা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির নের্তৃবৃন্দ, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, ইউএই কমিটি, কাতার কমিটি, যুক্তরাজ্য কমিটি, ইতালি কমিটি সহ সকল কমিটি নের্তৃবৃন্দ অংশগ্রহন করেন। শোভাযাত্রায় নের্তৃত্ব দেন সর্বজনাব জাফর উদ্দীন,কাজী মনসুর উদ্দিন, মোস্তফা হোসেন, শান্তি চৌধুরী,মহি উদ্দিন সেলিম, আ,ন,ম নঈমুল হক রাসেল, কাওসার চৌধুরী মুন্না, মোতাহার তারু,জি এম আজিম মহিম,কামরুজ্জামান বাবলু,অজিত বরণ দাস, আনোয়ার হোসেন, তৌহিদুল তুহিন,বেলাল মিয়াজি, দিদার মজুমদার, কামরুল হাসান বাবলু, জসিম উদ্দিন জিকু, এনাম খান,কাজি রিপন সহ অন্যান্য নের্তৃবৃন্দ। শোভাযাত্রা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।সংগঠনের সভাপতি গোলাম মাওলা চৌধুরী এফডিসি শোভাযাত্রায় আগত অতিথিবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান। উল্লেখ্য ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের মানবিক সংগঠন। ইতিমধ্যে সংগঠনটি ফেনীর রাজনৈতিক, প্রশাসনিক মহলসহ সর্বস্তরের মানুষের নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।