ফেনী রিপোর্টার্স ইউনিটিতে দৈনিক দেশরুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১আসনের সংসদ সদস্য শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রসাশক আবু সেলিম মাহমুদ উল হাসান, ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বক্তব্য রাখেন রিপোর্টর্স ইউনিটির সাবেক সভাপতি দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক।
সভা সঞ্চালনা করেন দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি সফি উল্ল্যা রিপন। এই ছাড়া ফেনীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।