এনায়েত উল্লাহ মহিলা কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

author
0 minutes, 0 seconds Read

ফেনীর সোনাগাজী এনায়েত উল্লাহ মহিলা কলেজের নবীন বরণ, বার্ষিক ক্রিডা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রবিবার (১২মার্চ) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ এনায়েত উল্লাহ’র সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক শাহজাহান ফিরোজ, উপজেলা ক্রিডা সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাছির উদ্দিন রিপন, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন।

দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী ফাতেমা হালিমের সঞ্চালনায় কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি,
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এবং পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মিতা।

নবীন ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ মানবিক বিভাগের ছাত্রী বিবি ফাতেমা ইশা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মানবিক বিভাগের ছাত্রী নাজমুন নাহার মনি।

অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলোয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মর্জিনা আক্তার, পবিত্র গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী শর্মি সাহা, জাতীয় সংগীত পরিবেশন করেন তন্দ্রা ও তার দল।

নবীন বরণ শেষে বার্ষিক ক্রিডা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয় এবং অতিথীদের কে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *