রেসিং কবুতর প্রতিযোগিতায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দূরত্বে রেকর্ড গড়লো ফেনী এফআরপিএফসি ক্লাব

author
0 minutes, 2 seconds Read

স্টাফ রিপোর্টারঃ-

ফেনীতে ভাষার মাসে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আকাশ পথে কবুতরের প্রতিযোগিতা।৫০০ কিলোমিটার আকাশ পথের এই কবুতরের প্রতিযোগিতার আয়োজন করেছে ‘এফআরপিএফসি’-“ফেনী রেসিং পিজন ফেন্সিয়ার’স ক্লাব”।যা ইতিপূর্বে বাংলাদেশের রেসিং ইতিহাসে কোনো ক্লাব করতে পারেনি।
মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি)বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে সকাল ৮টা ৩০মিনিটে কবুতর ছাড়া হয়।ফেনী রেসিং পিজন ফেন্সিয়ার’স ক্লাবের ১৯জন সদস্যের ৯২টি কবুতর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এতে ১ম স্থান অধিকার করেন ফেনী রেসিং পিজন ফেন্সিয়ার’স ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা পরিচালক “এম ই এম লফ্ট”(ইমামুদ্দীন মাসুদ)।
ক্রমান্বয়ে ২য় স্থান অধিকার করেন ক্লাবের সিনিয়র সদস্য “রুবেল লফ্ট”(আহমেদ রুবেল) এবং ৩য় স্থান অধিকার করেন প্রচার সম্পাদক “এম এন্ড ও লফ্ট” (তারেক মজুমদার ও সদস্য অর্নব)।
প্রতিযোগিতায় যে কবুতরগুলো ১থেকে ২০পর্যন্ত স্থান অধিকার করতে সক্ষম হয়েছে,তাদেরকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে।
বাংলাবান্দা থেকে আকাশ পথে ৫০০ কিলোমিটার উড়াল দিয়ে সাড়ে ৭ ঘণ্টার ব্যবধানে বিকাল ৪টা ১০ মিনিটে প্রথম কবুতর আসে ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা পরিচালক “এম ই এম লফ্ট”