ফেনীতে কর্মরত সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক হয়েছেন দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল। সোমবার রাতে ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাহী কমিটির সভায় তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে আয়োজিত সভায় সকল সদস্যের সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি এমএ জাফর, সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সার ও কোষাধ্যক্ষ তোফায়েল আহাম্মদসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক আজিজ আল ফয়সাল ফেনী শহরের হাজী ইমাম বক্স সড়কের মনির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন দৈনিক স্টারলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে যে কোন তথ্য দিতে ০১৮৭৬ ৯৯০১০৭ নাম্বারে যোগাযোগ করতে তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন।