নিজস্ব প্রতিবেদ.
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ডমুরিয়া এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে মঙ্গলবার (৩১ জানুয়ারি)দুপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডমুরিয়া ডিস ক্যাবল নেটওয়ার্ক নামে এক অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারিক হাকিম সুবল চাকমা জানান, অবৈধ ক্যাবল অপারেটরেরা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শিফাত বিনতে আরা।
এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম-উল-ইসলাম।
ভ্রাম্যমান আদালতের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।