নোবিপ্রবি ছাত্রলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

author
0 minutes, 0 seconds Read

মোঃ মহসিন আবেদীন, নোবিপ্রবি প্রতিনিধিঃ-

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম (নাইম) নেত্বত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের শান্তি নিকেতনে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী এ নেতা।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী, টং দোকানী এবং পথশিশু ও আশেপাশের মানুষের মাঝে ১০০ টি কম্বল বিতরণ করেন তিনি।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম নাইম বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে আমরা মাণবিক কাজ অতীতেও করেছি,আজকেও করতেছি এবং ভবিষ্যতেও ছাত্রলীগ গঠনমূলক কাজ করবে। ছাত্রলীগ বিনির্মাণের কাজ করবে, মানুষের পাশে থাকবে। এসময় তিনি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য নোয়াখালী জেলা আওয়ামীলীগের সিনিয়র ভাইস প্রসিডেন্ট এ্যাডভোকেট শিহাব উদ্দীন শাহিনকে ধন্যবাদ জানান এবং আগামী ২০২৪ সালে হতে যাওয়া জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের আশাবাদ ব্যাক্ত করেনন।

এসময় কম্বল নিতে আসা এক দোকান কর্মচারী বলেন, ‘আমরা কম্বল পেয়ে আনন্দিত’ একই সাথে তিনি শিহাব উদ্দীন শাহিন ও নোবিপ্রবি ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *