সাংবাদিক শাহজালাল ভূঁইয়া’র পিতা সুলতান আহাম্মদ আর নেই বিএমএসএফ’র শোক

author
0 minutes, 0 seconds Read

দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতির ফেনী প্রতিনিধি শাহজালাল ভূঁইয়া’র পিতা সুলতান আহাম্মদ (১০০) আর নেই।

গতকাল শনিবার রাত ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন ২৯ জানুয়ারি রোববার সকাল সাড়ে দশটায় বিরলী ইসলামিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সমাজসেবক সুলতান আহাম্মদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের ভূঞা বাড়ির মরহুম আলতাফ আলীর বড় ছেলে।

সাংবাদিক শাহজালালের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি ও ফেনী জেলা কমিটি। এক শোক বার্তায় বিএমএসএফ কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি সাঈদুর রহমান রিমন ও সাধারন সম্পাদক জসীম মাহমুদ এবং ফেনী জেলা শাখার সহ- সভাপতি রফিকুল ইসলাম সাধারন সম্পাদক এবিএম নিজাম উদ্দিন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *