ফুলগাজীতে ঘাতক মাটি বোঝাই পাওয়ার টিলার চাপায় ওবায়দুল হক সুমীর (৯)এক শিশু মারা গেছেন।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যান।নিহত
সুমীর ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের প্রবাসী সেলিম উদ্দিন কালুর ছেলে ও নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় গ্রামীণ সড়কে একটি মাটি বোঝাই পাওয়ার টিলার শিশু সুমীরকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে প্রথমে ২৫০ শর্য্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়।সেখান থেকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আজ সকাল সাড়ে ৮টার দিকে সে মারা যান।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য হেলাল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।