নিজস্ব প্রতিবেদকঃ-ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাগের পুকুর পাড়ে কুপিয়ে টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের একদিন পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এক অটোরিকশা চালক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বিকাশে টাকা পাঠায় ছেলে। সেই টাকা উঠাতে খাইয়ারা বাজারে রকমারি বিকাশের দোকানে যান লেমুয়া ইউনিয়নের সুভলপুর গ্রামের নুরুল হকের ছেলে অটোরিকশা চালক আবুল হোসেন প্রকাশ কালা মিয়া (৫১)। টাকা তোলার পর নিজের অটোরিকশা নিয়ে বাজারে অবস্থান করছিল আবুল হোসেন। সন্ধ্যা ৭টার দিকে বিকাশে টাকা তুলতে দেখে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা আবুল হোসেনকে লক্ষ্য করে যাত্রী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির পেছনে রাস্তায় বাগের পুকুর নামক স্থানে আবুল হোসেনকে পেছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে রাস্তার পাশে ফেলে দেয়। এ সময় দুবৃর্ত্তরা বিকাশে পাঠানো উত্তোলনকৃত টাকা ও অটোরিকশা লুটে নিয়ে যায়।
স্থানীয় পথচারীরা তাকে দেখতে পেয়ে সাথে থাকা মোবাইল নাম্বার থেকে তার বাড়িতে খবর দিলে আবুল হোসেনকে উদ্ধার করে স্বজনরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে তার মৃত্যু হয়।