সোনাপুর হাইস্কুলে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

author
0 minutes, 0 seconds Read

সদর প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল স্কুল মিলনায়তনে অবিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের ভারভাপ্ত প্রধান শিক্ষক রাখাল চন্দ্র পাল। সিনিয়র শিক্ষক খালেদ সাইফুল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল আলম কচি, বিশেষ অতিথি ছিলেন, স্কুলের বিদ্যুৎসাহী সদস্য সাংবাদিক জসীম মাহমুদ, দাতা সদস্য নজরুল ইসলাম মানিক, অবিভাবক সদস্য আবদুল মান্নান পাটোয়ারী।

বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক বাবু নরোত্তম দাস, সহকারী শিক্ষক মহি উদ্দিন মহি অবিভাবক মোহাম্মদ জীবন প্রমুখ।

অবিভাবক সমাবেশে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার নিমিত্তে প্রস্তুতি মূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে স্কুলের পাশাপাশি পরীক্ষার্থীদের বাসা বাড়ীতে শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে অবিভাবকদের অনুরোধ করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল আলম কচি বলেন, এসএসসির টেষ্ট পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ না হলে ফরম ফিলাপ করতে দেওয়া হবেনা। এক্ষেত্রে কারো কোন অনুরোধ গ্রহন করবো না। স্কুলের সুনামের স্বার্থে আমাদেরকে এই কঠিন ও কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।

উল্লেখ যে, ২০২৪ সালে অনুষ্টিতব্য এসএসসি পরীক্ষায় সোনাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *