সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ

author
0 minutes, 0 seconds Read

জামালপুরে সন্ত্রাসী হামলায় বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (১৫জুন) বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহের ভূঞাঁ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনী সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিদি আরিফুল আমিন রিজভী, চ্যানেল আইয়ের ফেনী জেলা প্রতিনিধি রবিউল হর রবি, সাপ্তাহিক স্বদেশ পত্রের প্রতিনিধি এন এন জীবন, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির রিপোর্টার আরিফুর রহমান,ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হাযদার মানিক, দৈনিক মানবজমিনের প্রতিনিধি নাজমুল হক শামীম, বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, সাপ্তাহিক উদয়ের সম্পাদক সাইদ খান,দীপ্ত টিভির রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূইয়ার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার বিচার অতি দ্রুত করতে হবে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না। অতি দ্রুত হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে ফেনীর কর্মরত সাংবাদিকরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *