স্টাফ রিপোর্টারঃ
সাপ্তাহিক ফেনীর প্রত্যয় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ কাওসারকে হুমকি দেওয়ায় ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুল হকের বিরুদ্ধে সাধারন ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে।
সাংবাদিক মোঃ কাওসার বাদী হয়ে আজ ফেনী মডেল থানায় আজিজুল হকের বিরুদ্ধে জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুল হককে গত ২২ বছরে চারবার বদলী করা হয়। কিন্ত প্রতিবারই তিনি বদলী ঠেকিয়ে ফেনী পৌরসভায় থেকে যায়। সর্বশেষ তাকে ২০১৯ সালে দাগনভূঁইয়ায় বদলী করা হয়। কিন্তু তিনি সেখানে বদলী হননি। গত ২৫ জানুয়ারী তাকে সোনাগাজী পৌরসভায় আবারও বদলী করা হয়। সেখানেও তিনি না যেতে চেষ্টা- তদবির করে যাচ্ছেন। স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ- সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত স্মারক নং- ১৪৮/১ (৯) পত্রে জানানো হয় যে, আগামী ৫ ফেব্রুয়ারীর মধ্যে মোঃ আজিজুল হক বদলীকৃত কর্মস্হলে যোগনা দিলে তাকে স্ট্যান্ড রিলিজ করা হবে। এই নিয়ে ফেনীর স্হানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
সংবাদের সত্যতা যাচাই করার জন্য একজন গণমাধ্যম কর্মী হিসাবে সাপ্তাহিক ফেনীর প্রত্যয় পত্রিকার পক্ষে সাংবাদিক মোঃ কাওসার ফেনী পৌরসভায় মোঃ আজিজুল হকের কক্ষে যান। সেখানে তাকে না পেয়ে মুঠো ফোনে যোগাযোগ করেন। সাংবাদিক পরিচয় পেয়ে মোঃ আজিজুল হক সাংবাদিক কাওসারের সাথে রেগে যান। এসময় আজিজুল হক বলেন, আমাকে ফোন দেওয়ার সাহস তুমি কি করে পেলে? ফেনীর বড় বড় সাংবাদিককেও আমি গনিনা। আমার বিরুদ্ধে নিউজ করার ক্ষমতা কারো নাই। তিনি ধমক দিয়ে বলেন,নিউজ করলে হিসেব- নিকেষ করে করতে হবে। সাংবাদিক কাওসার বলেন, মোঃ আজিজুল হকের এমন অস্বাভাবিক আচরণে আমি শংকিত। তিনি দীর্ঘদিন ফেনী পৌরসভায় থাকার সুবাধে অসাধু লোকজনের সাথে তার সখ্যতা রয়েছে। এমতবস্হায় আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।একারণে সাধারন ডায়েরী করতে বাধ্য হলাম।